রাজনীতি ডেস্ক:
কক্সবাজার থেকে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ জুন) মধ্যরাতে র্যাব-১৫’র একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বিভিন্ন পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়।
এর আগে, গত ২ জুন কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি বারাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের আরেক সক্রিয় সদস্য আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখাসংবলিত ৩৮ পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়।