হোম জাতীয় কক্সবাজার পৌরসভা নির্বাচন : সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কাউন্সিলর পদপ্রার্থীকে ইসির শোকজ

জাতীয় ডেস্ক:

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকীকে কারণ দর্শাতে (শোকজ) বলেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না— সে বিষয়ে ঢাকায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) ইসি সচিবালয় ওই প্রার্থী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে ইসি সূত্র জানায়। সেখানে তাকে আগামী ৮ জুন বিকাল ৩টায় নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়, কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী আশরাফুল হুদা ২০০-৩০০ জন নারী-পুরুষ নিয়ে গোপনভাবে নির্বাচনি প্রচারণায় কালো টাকা বিতরণের সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার একদল সংবাদকর্মী সংবাদ প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে চলে আসার পথে সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এ সময় সিসিএন-এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ নির্বাচনি আচরণবিধি বহির্ভূত কাজ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করেছেন।

কেন ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, প্রার্থীকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন