খেলাধূলা ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৭ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারা টাইগারদের একাদশ এ ম্যাচে কেমন হবে? জয়ের খোঁজে থাকা বাংলাদেশ কি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে কোনো পরিবর্তন নিয়ে মাঠে নামবে?
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে চোটের কারণে খেলেননি মুনিম শাহরিয়ার। সুস্থ হলে তাকে যে ওপেনিংয়ে দেখা যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্য প্রান্তে এনামুল হক বিজয় তো রয়েছেনই। দুই ম্যাচে ব্যর্থ হলেও কাঠখড় পুড়িয়ে আসা এনামুলকে সুযোগ তো দিতেই চাইবে টিম ম্যানেজমেন্ট।
দলে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাসদের জায়গা তো একরকম পাকাই। মিডল অর্ডারের অন্যরা হতে পারেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ২৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ওই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
পরিসংখ্যান বলছে, প্রভিডেন্সে ফল হয়েছে এমন শেষ তিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান হয়েছে ১৫৭। অর্থাৎ প্রভিডেন্সের উইকেট ব্যাটারদের বিপক্ষেই। সে তুলনায় সুবিধা পেতে পারেন স্লোয়ার পেসার কিংবা স্পিনাররা। সেক্ষেত্রে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়া নাসুম আহমেদ আবার ফিরতে পারেন। দলে জায়গা হতে পারে মেহেদী হাসানেরও। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে শরিফুল ইসলাম কিংবা তাসকিন আহমেদদের কাউকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।
