হোম খেলাধুলা ওয়ানডে সিরিজে ভুল শোধরাতে চান তামিমরা

খেলাধূলা ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার পালা ওয়ানডে সিরিজের। শুক্রবার (৫ আগস্ট) হারারেতে প্রথম ম্যাচে খেলতে নামবে দুদল। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তারা ভুল শোধরাতে চান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে তামিমের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্লান কী। জবাবে ড্যাশিং ওপেনার বলেন, ‘আমাদের প্লান ভুল শোধরানো। আগে যে ভুলগুলো করেছি, সেগুলো কমাতে চাই। আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার আশা।’

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ প্রথমবারের মতো জিম্বাবুয়ের কাছে হেরেছে। রোডেশীয়দের কাছে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে টাইগাররা হেরেছে ৬ বার, বাংলাদেশ জিতেছে ১২ বার। এবার কারা জিতবে? জিম্বাবুয়েকেই বা কীভাবে নিচ্ছেন দলপতি তামিম। তিনি বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে জিম্বাবুয়ের চেয়ে আমরাই এগিয়ে।’

তামিম আরও বলেন, ‘আমরা এগিয়ে থাকলেও ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরাটা দিতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

প্রথম ওয়ানডেতে কারা সুযোগ পাচ্ছেন বাংলাদেশের একাদশে? যারা ডিজার্ভ করে, তামিম তাদের সুযোগ দেয়ার পক্ষে। এ সম্পর্কে তিনি বলেন, অধিনায়ক হিসেবে আমি মনে করি যারা ডিজার্ভ করে তাদেরই সুযোগ দেয়া উচিত। এখানে বয়স বা অন্য কোনো কিছু বিবেচনায় নেয়ার কোনো যুক্তি নেই।’

হারারের কন্ডিশন নিয়েও কথা বলেন ওয়ানডে অধিনায়ক। তিনি জানান, ‘এখানে সকালের দিকে ব্যাট করা একটু কঠিন। তবে এক দেড় ঘণ্টা পরে তা সহজ হয়ে যায়। চাইব তো যেন টসটা জিতি। না জিতলেও তেমন কিছু হবে না। আমাদের বুঝে বুঝে ভালো খেলতে হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন