হোম খেলাধুলা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পেল পাকিস্তান

ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। সময় যত এগোচ্ছে, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়ার ত্রিমুখী লড়াইয়ে পালাবদল ঘটছে এক নম্বর অবস্থানের।

এবারের এশিয়া কাপে যেমন শীর্ষে থেকে খেলতে এসেছিল পাকিস্তান। আসরে প্রত্যাশা পূর্ণ করতে পারেনি তারা। একই সময়ে দক্ষিণ আফ্রিকাকে টানা দুই ওয়ানডেতে হারিয়ে পাকিস্তানকে হটিয়ে গত ৯ সেপ্টেম্বর শীর্ষে উঠে আসে অস্ট্রেলিয়া।

আট দিনের ব্যবধানে অসিদের সরিয়ে আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ফিরে পেল পাকিস্তান। আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদকৃত টিম র‍্যাঙ্কিংয়ে ওয়ানডেতে এক নম্বরে উঠে এসেছে বাবর আজমের দল।

ওয়ানডেতে এখন পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৫। ভারতেরও তাদের সমান ১১৫ পয়েন্ট। তবে, ভগ্নাংশের হিসাবে এগিয়ে আছে পাকিস্তান। আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের মোট রেটিং পয়েন্ট ১১৪.৬৫৯ এবং পাকিস্তানের ১১৪.৮৮৯। ফলে, এগিয়ে আছে পাকিস্তান।

১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তালিকার চারে। এরপর আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০৫।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো হেরফের হয়নি। সেরা দশে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সপ্তম অবস্থানে। বরাবর ১০০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন