হোম আন্তর্জাতিক ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কার জব্দ ইরানি নৌবাহিনীর

ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কার জব্দ ইরানি নৌবাহিনীর

কর্তৃক Editor
০ মন্তব্য 158 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি নৌবাহিনী। নৌবাহিনীর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজ।

আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে সামরিক পোশাকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয়। এর কয়েক ঘণ্টা পর ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে ট্যাঙ্কার জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রিটিশ জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান (ইউকেটিএমও) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে জাহাজের নাবিকদের সতর্ক করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ওমান উপকূল থেকে ৫০ মাইল দূর থেকে জাহাজটি জব্দ করা হয়।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপকের কাছ থেকে ক্যাপ্টেনের আশপাশে তারা ফোনে অপরিচিত মানুষের আওয়াজ পেয়েছে। তবে তারা পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, চার থেকে পাঁচজন সশস্ত্র ব্যক্তি সেন্ট নিকোলাস নামের ট্যাংকারটিতে প্রবেশ করে। এটি এম্পায়ার নেভিগেশন নামের একটি গ্রিক শিপিং কোম্পানির সঙ্গে সম্পৃক্ত।

এর আগে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গাজায় ইসরাইলি সেনারা অভিযান বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন