হোম জাতীয় ঐকমত্য কমিশন ঘোষণা, জুলাই সনদে স্বাক্ষর হবে ১৫ অক্টোবর

ঐকমত্য কমিশন ঘোষণা, জুলাই সনদে স্বাক্ষর হবে ১৫ অক্টোবর

কর্তৃক Editor
০ মন্তব্য 244 ভিউজ

নিউজ ডেস্ক:
আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশনএ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে পাওয়া মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলসমূহ থেকে পাওয়া অভিমত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন