স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমসে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ খেলা ছিল। কারাতের পুরুষ ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল হাসান খান সানের। কিন্তু লাল সবুজ বহর বাস মিস করায় খেলায় অংশ নিতে পারেনি।
এশিয়ান গেমসে খেলোয়াড়রা যেখানে থাকেন, সেখান থেকে নিয়মিত বিরতিতে ভেন্যুর উদ্দেশে বাস ছেড়ে যায়। বাংলাদেশের কারাতে খেলোয়াড়দের বাস ছিল সকাল ৮টায়। নির্ধারিত সময়েই বাসের জন্য উপস্থিত হন খেলোয়াড়রা। কিন্তু বিলম্ব করেন কোচ মোয়াজ্জেম হোসেন ও ম্যানেজার ইকবাল হোসেন।
তাতেই ঘটে বিপত্তি। পরে ভেন্যুতে গেলেও ততক্ষণে খেলা শুরু হয়ে যায়। যে কারণে পুরুষ ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণই করতে পারেনি।
জানা গেছে, খেলোয়াড়দের অসুস্থতার নাটক সাজিয়ে কোচ ও ম্যানেজার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছিলেন। নাটক তৈরিতে কোচ ও ম্যানেজার নাকি খেলোয়াড়দের হুমকিও দিচ্ছেন।