খেলাধূলা ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগের সুপার সিক্সটিনের হাইভোল্টেজ ম্যাচে পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের অন্তিম সময়ের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস জায়ান্টরা। তারপর থেকেই চলছে এমবাপ্পে বন্দনা।
এদিকে, কয়েকটি মিডিয়া আউটলেট সামনে এনেছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে করা প্রয়াত আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার একটি ভবিষ্যদ্বাণী।
২০১৭ সালে ম্যারাডোনা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজকে বলেছিলেন গ্যারেথ বেলকে বেচে পিএসজি ফরোয়ার্ড কিলিয়ানকে দলে ভেড়াতে।
স্প্যানিশ সাংবাদিক মার্কো রুইযকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, এমবাপ্পে এমন একজন ফুটবলার, যে আগামী দিনে অন্য অনেক ফুটবলারকে ছাড়িয়ে যাবে।
ম্যারাডোনা আরও বলেন, আমি ফ্লোরেন্তিনোকে বলেছিলাম যে এমবাপ্পেকে সাইন করাতে। সে আমাকে বলেছিল যে তাদের তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলার আছেই। এছাড়া গ্যারেথ বেলও রয়েছে।
সাংবাদিককে ম্যারাডোনা বলেন, আমি রিয়াল প্রেসিডেন্টকে বলেছিলাম গ্যারেথ বেলকে বেচে দিতে। কিন্তু ফ্লোরেন্তিনো এ ব্যাপারে তেমন আগ্রহ দেখিয়েছে বলে মনে হয়নি।
এদিকে, পিএসজির সঙ্গে আগামী ৩০ জুন চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এরপর রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জন রয়েছে।
কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে তোড়জোড় রিয়াল মাদ্রিদ শিবিরে। পিএসজিও নাছোরবান্দা, সবচেয়ে সম্ভাবনাময় এ তরুণকে প্রয়োজনে নেইমারের সমান বেতনেই রেখে দেওয়ার পরিকল্পনা তাদের- বলছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন।
এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। গত বছর তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাকে না বেচার ব্যাপারে নাছোরবান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। যে কারণে তুমুল আলোচনা হলেও শেষ পর্যন্ত আর দল বদল ঘটেনি ফরাসি তারকার।