হোম জাতীয় এমপি আনারকে হত্যা, কলকাতার ফ্ল্যাটে মিলল রক্তাক্ত কাপড়

এমপি আনারকে হত্যা, কলকাতার ফ্ল্যাটে মিলল রক্তাক্ত কাপড়

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন ভারতে। কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনের এক ফ্ল্যাট থেকে রক্তাক্ত জামা-কাপড় উদ্ধারের তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য প্রচার করা হয়েছে।

গণমাধ্যমের তথ্যমতে, মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিজ্ঞাসাবাদে তারাই জানান, লাশ আছে সঞ্জিভা গার্ডেনে। সে খবর দেয়া হয় কলকাতা পুলিশকে। পরে ওই ফ্ল্যাটে মিলে রক্তাক্ত জামাকাপড়।

এদিকে বুধবার (২২ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও বলেছেন, ‘এমপি আনার সাহেবের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে কোনো লাশ মেলেনি। তবে হত্যাকাণ্ডের পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবিও গ্রেফতার করেছে, কলকাতা পুলিশও দুজনকে গ্রেফতার করেছে। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।’

কলকাতা পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া একজন ক্যাবচালক জানিয়েছেন, এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং মরদেহ খণ্ডবিখণ্ড করে ছড়িয়ে দেয়া হয়েছে।

কলকাতা বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা বলেন, ‘ক্যাব চালক স্বীকারোক্তি দিয়েছে, ১৩ মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দেয়া হয়েছে।’

কলকাতা পুলিশের কর্মকর্তারা বলেছেন, যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে; সেটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে কাউকে এখনও ঢুকতে দেয়া হচ্ছে না। পুলিশের সূত্র বলেছে, ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাদের মধ্যে একজন নারী। তবে ওই তিনজনকে সেখান থেকে বের হতে আর দেখা যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন