জাতীয় ডেস্ক:
সাধারণ মানুষ যেন আপন ভাবে এমন কাজ করতে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে সদস্যদের পুরস্কার, ব্যাজ এবং বিপিএম ও পিপিএম পদক দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।
আইজপি বলেন, ‘পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ ও অভিনন্দন। তারা তাদের কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। অস্ত্র ও মাদক উদ্ধার অব্যাহত থাকার মাধ্যমে সবার মধ্যে যেন এই ধারণা জন্মে, সমাজে এসব হ্রাস পেয়েছে।’
‘অসামান্য অবদানের জন্য যারা পুরস্কৃত হয়েছেন তারা যেন সামনেও মানুষের প্রতি তাদের সেবা অব্যাহত রাখেন। যাতে মানুষ আমাদের আপন ভেবে যেকোনো সমস্যা বলতে পারে,’ যোগ করেন তিনি।
আইজপি আরও বলেন, ‘আমরা সাফল্যের সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামীতে আমাদের কর্মদক্ষতা ও দায়িত্ব আরও বাড়াতে হবে।’
প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট পুলিশ গঠনে কাজ করছেন জানিয়ে চৌধুরী আবদুল্লাহ বলেন, এখন আর দালালের মাধ্যমে পুলিশে চাকরির সুযোগের অবকাশ নেই। অনলাইনেই সবাই আবেদন ও নিয়োগ সংক্রান্ত সব কাজ করতে পারবে।
মাদক নিয়ন্ত্রণে সাড়াশি অভিযান চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও পুলিশ সদস্যকে মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। এজন্য ডোপ টেস্টের মাধ্যমে পুলিশে নিয়োগ দেয়া হয়।
পাশাপাশি যেকোনো চাকরিতেই মাদকাসক্ত ব্যক্তিকে চাকরি না দেয়ার আহ্বান জানিয়েছেন আইজিপি।