হোম অর্থ ও বাণিজ্য এবার রেমিট্যান্সে হোঁচট

বাণিজ্য ডেস্ক :

সেপ্টেম্বর মাসে রফতানি আয়ে হতাশ হওয়ার পর প্রবাসী আয়েও হোঁচট খেল দেশ। আগস্ট মাসেও রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। অথচ সেপ্টেম্বরে এসেছে ১৫৪ কোটি ডলার। যা গত ৭ মাসে সর্বনিম্ন।রোববার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে ১৫৩ কোটি ৯৫ লাখ (প্রায় ১ দশমিক ৫৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ১৭২ দশমিক ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এটি গেল ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর মাসের ১ তারিখে ৭ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের মাধ্যমে ৫২ কোটি ২৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, দ্বিতীয় সপ্তাহে (১৫ সেপ্টেম্বর) ৪১ কোটি ২৭ লাখ ডলার এসেছে, তৃতীয় সপ্তাহে ২৫ কোটি ৬৭ লাখ ডলার এসেছে। অর্থাৎ মাসের শুরুর দিকে প্রবাসী আয়ের যে হার ছিল শেষ দিকে তা অর্ধেকের নিচে নেমে যায়।

গতমাসে অর্থাৎ আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। প্রতিদিন গড়ে এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ডলার। সেই হিসাবে চলতি মাসের প্রথম ২২ দিনের মোট হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৭৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের দেয়া হালনাগাদ হিসাব বলছে, এর আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স কম এসেছে।

তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ৫ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৬ কোটি ৩০ লাখ ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬১ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪১ লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে, যা ৩৩ কোটি ৪০ লাখ ডলার।

রেমিট্যান্সের প্রবাহ কমে যাওয়ায় ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বিরূপ প্রভাব পড়েছে। ২৮ সেপ্টেম্বর দেশের বৈদেশিক রিজার্ভ ৩৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে অবস্থান করছিল। যা ৩১ আগস্ট থেকে ৬ দশমিক ৭ শতাংশ কম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন