হোম অর্থ ও বাণিজ্য এপ্রিলে প্রতিদিন গড়ে কোটি টাকা ভ্যাট আদায়

বাণিজ্য ডেস্ক :

টানা দুই বছর করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে এবার ঈদে জমজমাট ব্যবসা হয়েছে। যা প্রভাব পড়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাটে। এতে এপ্রিল মাসে দিনে গড়ে প্রায় কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানে সদস্য (মূসক বাস্তবায়ন) আব্দুল মান্নান শিকদার এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, করোনাকালে হোটেল-রেস্তোরাঁয় বিক্রি তুলনামূলক কম ছিল। তবে এপ্রিলে বিক্রির পরিমাণ বেড়েছে। আমাদের পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিদিন গড়ে কোটি টাকা ভ্যাট সংগ্রহ হয়েছে।

এপ্রিল মাসে ৪০৫ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, এর বিপরীতে ২৯ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকা ভ্যাট আদায় হয়েছে।

সে হিসেবে এপ্রিল মাসে প্রতিদিন ৯৭ লাখ ৭২ হাজার টাকার বেশি ভ্যাট আদায় করেছে এনবিআর।

ইএফডি মেশিনের জনপ্রিয়তা বাড়বে ও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ব্যবসায়ীরা ভালোভাবে ইএফডি ব্যবহার করবেন। সেই সঙ্গে ক্রেতারাও তাদের চালান সংগ্রহের বিষয়ে সচেতন হবেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন