খেলাধূলা ডেস্ক :
ঢাকা ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে এক হাজার ১৩৮ রান করেছেন এনামুল হক বিজয়। এত রান করার পর জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য প্রমাণের আর কিছুই বাকি থাকে না বলে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাশ মনে করেন, বিজয়কে এখনই বিবেচনা করার উপযুক্ত সময়।
মিরপুরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘একজন মানুষ যদি এগারোশো রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা ওর পাওয়া উচিত।’
ম্যাশ যোগ করেন, ‘দেখেন, পুরো একটা লিগ থেকে আপনি ১০-১২ জনকে আনতে পারেন। তবে জাতীয় দলকে ফোকাস করলে এক বা দুইজনকে টার্গেট করতে হয়। সেটা যদি করেন, আমি মনে করি বিজয়। আগেরদিনও বলেছি, আজকেও বলছি সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়।’
মাশরাফি আরও বলেন, ‘ক্রিকেটে একটা বিষয় আছে বয়স। এখন বিজয়- নুরুল হাসান সোহানরা যে বয়সে আছে, ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪ এর একটা প্যাচ থাকে, এখন কিন্তু ওরা ওই বয়সে রয়েছে। তাই এখানে শুধু অভিজ্ঞতা বা সিনিয়র খেলোয়াড়দের কথা চিন্তা না করে যদি ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় ওরা ভালো করবে।’
যে কোনো খেলায় একটা নির্দিষ্ট সময় পর ফর্মটা ধারাল থাকে না। তখন এমনিই আড়ালে চলে যান অনেকে, হারিয়ে ফেলেন নিজের স্পিরিটও। ম্যাশও বলছেন সেই কথা। উপযুক্ত সময়ে বিজয়কে সুযোগ না দিলে তিনিও ছন্দপতনের শিকার হবেন বলে মনে করেন দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক। মাশরাফীর ভাষ্য, ‘ওই যে বললাম, একটা বয়সের পরও স্পিরিট আর ওদের ভেতরে থাকবে না, তখন ওরা আর সুযোগও পাবে না।’