হোম খেলাধুলা এখনো বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের ভাবনায় বিসিবি

এখনো বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের ভাবনায় বিসিবি

কর্তৃক Editor
০ মন্তব্য 152 ভিউজ

খেলার ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুটি ক্রিকেট ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে স্থগিত হয়ে গিয়েছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ।

গত ২১ ও ২২ মার্চ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু করোনার থাবায় সব কার্যক্রম বন্ধ হয়ে যায় তখন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন আবার খেলা মাঠে ফিরতে শুরু করেছে। তাবে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো বিসিবির ভাবনায় আছে।

আজ বৃহস্পিতবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলন, ‘মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে আমরা ম্যাচ দুটি আয়োজন করব। আমরা কিন্তু সেটাকে (বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ) আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার ভাবনা আছে আমাদের।’

অবশ্য স্থগিত হওয়ার আগে দুই দলের ক্রিকেটারদের নামও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। তবে করোনার কারণে সব কিছু স্থগিত হয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন