খেলাধূলা ডেস্ক :
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দলে পরিবর্তন আনাটা ছিল বিস্ময়কর। হেডকোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তটাও ছিল আশ্চর্যজনক। বিসিবির এমন নানা সিদ্ধান্ত নিয়ে সময় সংবাদকে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
একান্ত সাক্ষাৎকারে ড্রেসিংরুমের পরিবেশ আর সাকিবের অধিনায়কত্ব নিয়েও খোলামেলা কথা বলেন জেমি। অ্যাডিলেডে এ অস্ট্রেলিয়ান কোচের সাক্ষাৎকার নিয়েছেন মাকসুম আলম খান।
জেমি সিডন্স বলেন, ‘বেশিদিন হয়নি আমি দায়িত্ব নিয়েছি। এশিয়া কাপের আগে মাত্র ৫-৬টা টি-টোয়েন্টি খেলেছে ওরা। এ দল নিয়ে খুব বেশি পরিকল্পনারও সুযোগ পাইনি। তারপর আবার বিশ্বকাপের ঠিক আগে দলটায় অনেক পরিবর্তন আনা হলো। যেটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে।’
ব্যাটিং ব্যর্থতা নিয়ে জেমি সিডন্সের ব্যাখ্যাটা অজুহাতও মনে হতে পারে। তবে, একান্ত সাক্ষাৎকারে একটা ‘বোমা’ই ফাটিয়েছেন ব্যাটিং কোচ। বিশ্বকাপের আগে হুট করে স্কোয়াড বদলে ফেলায় তিনি নাখোশ ছিলেন, সেটা স্পষ্ট তার কথায়। তার মতে বিসিবি কর্তাদের হুটহাট সিদ্ধান্তের যৌক্তিকতা খুঁজে পাননি তিনি।
সিডন্স বলেন, ‘রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তটাও অদ্ভুত লেগেছে। তারপরও তাদের যা মনে হয়েছে, করেছে। আমার কাজ হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট সামলানো।’
স্বভাবসুলভ স্পষ্টবাদী হলেও অ্যাডিলেডে বেশ ভেবেচিন্তে উত্তর দেয়ার চেষ্টা করেছেন জেমি। জাতীয় দলের বেশির ভাগ বিষয়ে গুটিকয়েক বোর্ড পরিচালকের যে খবরদারির কথা শোনা যায়, সে প্রশ্নেও জবাব দিয়েছেন ঘুরিয়ে-পেঁচিয়ে।
সিডন্স বলেন, ‘বোর্ড পরিচালকরা কীভাবে সব সামলাবেন, সেটা তাদের ব্যাপার। ব্যাটিং কোচ হিসেবে আমার চাওয়া হচ্ছে, পাইপলাইন থেকে আরও মানসম্মত ক্রিকেটার পাব। জাতীয় দলকে ভালো করতে বলা এক জিনিস, আর জাতীয় দলের জন্য তৈরি ক্রিকেটারকে নিয়ে আসা আরেক জিনিস। আমার কাজ হবে ওই খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করা।’
বিসিবির নানা সিদ্ধান্তে ক্ষোভ থাকলেও মাঠে সাকিবের সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা জেমির। বিশ্বকাপে আশানুরূপ ফল না পেলেও টাইগার অধিনায়ককে এ-প্লাস গ্রেড দিচ্ছেন কোচ।
সিডন্স বলেন, ‘কোচিং স্টাফদের সঙ্গে সাকিবের বোঝাপড়া দারুণ। সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। চিৎকার-চেঁচামেচি না করেও দলকে অনুপ্রাণিত করতে পারে। সে গ্রেট ক্যাপ্টেন।
আপাতত অ্যাডিলেডের গ্লেনেল্গে ছুটি কাটাচ্ছেন জেমি সিডন্স। ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজের আগেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার।
