খেলাধূলা ডেস্ক:
তিন ফরম্যাটের সিরিজ খেলতে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামার প্রায় এক মাস আগেই শুক্রবার (২৩ জুন) টেস্ট ও ওয়ানডের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টানা ব্যর্থতার কারণে এই সিরিজের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ফরম্যাটের বিশেষজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা।
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং মুকেশ কুমার। অন্যদিকে, বিশ্রাম দেয়া হয়েছে ফর্মে থাকা মোহাম্মদ শামিকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল থেকে বাদ পড়েছেন উমেশ যাদব। তার বদলি হিসেবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন নবদীপ সাইনি। শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজের সঙ্গে পেস বোলিং অপশন হিসেবে থাকছেন জয়দেব উনাদকাট। উইকেটরক্ষকের প্রতিযোগিতায় কে এস ভারতের সঙ্গে আছেন ইশান কিশান।
ওয়ানডের দলে দীর্ঘদিন পর ফিরেছেন সানজু স্যামসন। তবে স্বস্তিতে থাকতে পারছেন না তিনি। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ইশান কিশানও। টেস্টের মতো ওয়ানডে দলেও ডাক পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড় এবং মুকেশ কুমার। ভারেতের হয়ে রুতুরাজের ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলতে যাচ্ছেন মুকেশ।
টেস্টের মতো ওয়ানডে সিরিজ থেকেও বিশ্রাম দেয়া হয়েছে শামিকে। সাদা বলের সিরিজে আছেন সূর্যকুমার যাদব।
ভারত টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ইশান কিষান (উইকেটরক্ষক), নবদীপ সাইনি।
ভারত ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।