হোম খুলনাসাতক্ষীরা একহাতে ফ্যামিলি কার্ড ,”আর এক হাতে নারীর গায়ে হাত” চলতে পারে না .. সাতক্ষীরায় আমিরে জামাত শফিকুর রহমান

একহাতে ফ্যামিলি কার্ড ,”আর এক হাতে নারীর গায়ে হাত” চলতে পারে না .. সাতক্ষীরায় আমিরে জামাত শফিকুর রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির নাম উচ্চারণ না করেই বলেছেন, একটি দল এক হাতে ফ্যামিলি কার্ড ,আর এক হাতে দিয়ে নারীর গায়ে হাত একসাথে চলতে পারে না । নারীরা মায়ের জাতি । যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, আমরা তাদের হাত শক্তভাবে ধরে ফেলব।

আজ দুপুরে সাতক্ষীরা শহরের গণমুখী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কি নিয়ে কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসন থেকে জামাত ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ প্রতিকে ভোট দিতে হবে । সাতক্ষীরা জেলা জামাত ইসলামের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মিয়া গোলাম পরোয়ার বলেন, বিগত ৫৪ বছরে সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন ও দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার শফিকুল রহমান আরো বলেন, স্বৈরাচার পতনের পর গণহারে মামলা বাণিজ্য করা হয়েছে । নিরীহ মানুষদের হয়রানি করা হয়েছে । জামাত ইসলাম ক্ষমতায় গেলে সাম্য মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন