হোম অন্যান্যসারাদেশ একলাফে সোনার ভরি লাখ ছুঁইছুঁই

দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বেড়েছে। এর আগে কখনোই একলাফে সোনার দাম এতো বাড়েনি। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি এখন প্রায় লাখ টাকা ছুঁয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম রোববার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি পড়বে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৮০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৬৩ হাজার ৩০১ টাকা।

এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠে সোনার দাম। সে সময় ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৪২৯ টাকায়।

এরপর ফেব্রুয়ারির ৫ ও ২৬ তারিখে দু’দফা কমানো হয় সোনার দাম। কমানো দাম অনুযায়ী শ‌নিবার (১৮ মার্চ) পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরি বিক্রি হচ্ছে ৯১ হাজার ৯৬ টাকায়। সেই হিসাবে ভালো মানের সোনার ভরি একলাফে সাড়ে সাত হাজারেরও বেশি টাকা বাড়ানো হলো। সোনার নতুন এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন