হোম এক্সক্লুসিভ একদিনে একই অপারেশন থিয়েটারে সাত শিশু ভূমিষ্ঠ

নিজস্ব প্রতিনিধি:

একদিনে সাতক্ষীরা সদর হাসপাতালে ১৩টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতালে ৬টি অর্থপেডিকস ও ৭টি সিজার সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন করেন ডাঃ হাফিজুল্লাহ, ডাঃ ইসমাইল, ডাঃ ফারজানা রসিদ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান বলেন, একদিনে একটি মফঃস্বল শহরের কোন হাসপাতালে ১৩টি সফল অপারেশন বিরল ঘটনা। বিশেষ করে একই অপারেশন থিয়েটারে একসাথে সাতটি সিজারের মাধ্যমে সাতটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার দৃষ্টান্ত বিরল। তিনি আরও বলেন, বর্তমানে অপারেশনকৃত মা ও শিশুসহ সকলেই সুস্থ আছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন