হোম খুলনানড়াইল একদফা দাবিতে নড়াইলে নার্স ও নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

একদফা দাবিতে নড়াইলে নার্স ও নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় অিধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ অধিদপ্তর এবং কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল নার্সিং কলেজে সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা এ কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ আফরোজা পারভিন, ইন্সট্রাক্টর শামীমা আক্তার, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মজিদা খাতুন, বিউটি পারভীন, শাহীনুর খাতুন, হেনা পারভীন, সুমি আক্তার, সুপ্রিয়া মন্ডল, শিখা বিশ্বাস, ইলা রানী মজুমদার সহ অনেকে।

বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ফালন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন