নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে কর্মহীন অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, মতিয়ার রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় ১ হাজার পরিবারের মাঝে চাল ৫ কেজি, ৩ কেজি আলু, ডাল ২ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ৫শ’ গ্রাম সহ প্যাকেট বিতরণ করা হয়।
এছাড়া ইতিপূর্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধৈায়ার ব্যবস্থা, ৫ হাজার মাস্ক, করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ২৫শ পিচ হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃপক্ষ। খাদ্য সামগ্রী বিতরণকালে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।