হোম খেলাধুলা এক সেঞ্চুরিতে তিন রেকর্ড সাদারল্যান্ডের

খেলাধূলা ডেস্ক:

নারীদের টেস্টে ৮ নম্বরে নেমে সবশেষ সেঞ্চুরি করেছিলেন চামানি সেনেভির্তানা। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে অনবদ্য এই কীর্তি গড়েছিলেন তিনি। এই পজিশনে নেমে এরপর ২৫ বছরে কেউ ছুঁতে পারেনি ম্যাজকাল থ্রি ফিগার। অবশেষে অপেক্ষার অবসান ঘটালেন অ্যানাবেল সাদারল্যান্ড। অ্যাশেজের একমাত্র টেস্টে ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই বোলিং অলরাউন্ডার।

এই সেঞ্চুরিতে একাধিক রেকর্ড গড়েছেন সাদারল্যান্ড। নারীদের ক্রিকেটে ৮ নম্বরে নামা কোনো ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানটা এখন তার। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১১৬ রানে অপরাজিত আছেন তিনি। ২৫ বছর আগে সেঞ্চুরি পাওয়া সেনেভির্তানা অপরাজিত ছিলেন ১০৫ রানে।

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি পাওয়া ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে আছেন সাদারল্যান্ড। তবে এই শতকের সেঞ্চুরিয়ানদের মধ্যে সর্বকনিষ্ঠ তিনিই। মেয়েদের অ্যাশেজেও সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান তিনি।

প্রথম টেস্ট সেঞ্চুরি করার পথে মোট ১৫টি চার হাঁকিয়েছেন সাদারল্যান্ড। ১৬০ বলের ইনিংসে ছক্কা নেই একটিও।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন দুই সফরকারী ওপেনার। অজিদের দলীয় ৩৫ রানে পোয়েবে লিচফিল্ডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইংলিশ পেসার ক্যাট ক্রস। আরেক ওপেনার বেথ মুনি ফেরেন ৩৩ রানে।

৮৩ রানে ২ উইকেট হারানোর অস্ট্রেলিয়ার হাল ধরেন পেরি ও ম্যাকগ্রা। এরপর ম্যাকগ্রা ৬১ রানে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন পেরি। কিন্তু ১ রানের আক্ষেপ নিয়ে শেষমেশ ফিরতে হয় তাকে। ৯৯ রানে ২২ বছর লরেন ফিলারের বলে উইকেট দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।

এরপর লড়াইয়ে ফেরে স্বাগতিক ইংলিশরা। পরের ১৩ ওভারে মাত্র ৩৬ রানে আরও চার উইকেট হারায় সফরকারীরা। অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৭ উইকেটে ৩২৮ রান করে। দ্বিতীয় দিন খেলতে নেমে সেঞ্চুরি পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন