স্পোর্টস ডেস্ক:
কিছুদিন আগেও হয়তো ক্যারিয়ার নিয়ে ঘোর অন্ধকারে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সৌম্য সরকার। বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও হাসছিল না তার ব্যাট, এমনকি এ বছর প্রথম তিন ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। সেই সৌম্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস খেলে বড়সড় লাফ দিলেন।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। তাতেও সেরা একশর বাইরে তিনি। বর্তমানে ১১১তম স্থানে আছেন এ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ৯ ধাপ, তার বর্তমান অবস্থান ৪৯-এ। বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ২৪ ধাপ এগিয়ে রয়েছেন ৩৫তম স্থানে।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানের আউট হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ১৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন সৌম্য। এটা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর করার রেকর্ডে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেন তিনি।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাকিদের মধ্যে ভারতের সাঞ্জু স্যামসন এগিয়েছেন ৫৪ ধাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে ১১৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।