ফুটবল বিশ্বকাপ :
কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের শিকার টুর্নামেন্টে ফেবারিটের তকমা নিয়ে আসা আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ধূলিসাৎ হয়েছে মেসিদের দুটি বড় অর্জন।
ফুটবলের বিশ্ব আসরে সবশেষ ১৯৩০ সালের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকার পরও ৪-২ গোলের ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। এরপর টানা ৯২ বছর তারা প্রথমার্ধে লিডে থাকার পরে কখনো হারেনি দ্বিতীয়ার্ধে। কিন্তু তাদের সে রেকর্ড ২০২২ সালে এসে ধূলিসাৎ করে দিয়েছে র্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরব।
একইসঙ্গে আরবরা তাদের আরও একটি বড় অর্জন ধূলিসাৎ করে দিয়েছে। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সবশেষ ১৯৭৪ সালে ২ গোল হজম করেছিল আলবিসেলেস্তেরা। সেবার তারা ইউরোপের দেশ পোল্যান্ডের বিপক্ষে হেরেছিল ৩-২ গোলের ব্যবধানে। এর মাঝে গত ৪৮ বছর আর কোনো ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার প্রথম ম্যাচে জালে দুইবার বল জড়াতে পারেনি। সে রেকর্ডটাও এবার ভেঙে গেল সৌদি আরবের বিপক্ষে ২ গোল হজম করে।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আলবিসেলেস্তেরা ফিফা র্যাঙ্কিংয়ের ৫১তম দলের বিপক্ষে এভাবে হারবে সেটা কল্পনা করতে পারেনি বিশ্ব ফুটবল। এ ম্যাচে জয় না হোক ড্র করলেও, তারা স্পর্শ করতে পারত আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা ইতালির রেকর্ড। কিন্তু সবকিছু ভেস্তে গেছে এই এক ম্যাচে।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (২২ নভেম্বর) ম্যাচের ১০ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে নেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। পেনাল্টি থেকে সফল স্পটকিকে তিনি জালভেদ করেন। সে লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৪৭ মিনিট পর্যন্ত।
কিন্তু ৪৮ মিনিটেই ঘটল অঘটন। গোটা দলকে স্তব্ধ করে দিয়ে সালেহ আল সেহরির গোলে সমতায় ফেরে সৌদি আরব। মাঝমাঠ থেকে বল পেয়ে বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণ দক্ষতায় গোল করেন আল সেহরি। পাঁচ মিনিট না যেতেই দ্বিতীয় গোলটিও হজম করে ফেলে আলবিসেলেস্তেরা। ডি বক্সে আর্জেন্টিনার চার ডিফেন্ডারকে নাস্তানাবুদ করে দুর্দান্ত শটে বল জালে জড়ান সালেম আল-দাওসারি। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফেরাতো দূরে থাক হার-ই এড়াতে পারেননি মেসিরা।
