হোম জাতীয় এক মিনিটে মোবাইলের যাবতীয় তথ্য পরিবর্তন, অতঃপর…

জাতীয় ডেস্ক :

মাত্র এক মিনিটে মোবাইলের আইএমইআই নম্বরসহ যাবতীয় তথ্য পরিবর্তন করা হয়। এরপর সেই মোবাইল অন্তত ছয় মাসের জন্য চলে যায় ডিপফ্রিজ নামের বিশেষ গোডাউনে। শেষ পর্যায়ে শনাক্তকরণ তথ্যবিহীন মোবাইলগুলো চড়া দামে বিক্রি হয় অপরাধীদের কাছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোররাতে চট্টগ্রামে এ ধরনের ১১৭টি চোরাই মোবাইলসহ তিন কারিগরকে আটক করা হয়। এর পর চোরাই মোবাইল বাণিজ্যের এসব তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে সিএমপির উপকমিশনার ( দক্ষিণ) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এসব মোবাইলের কোনোটিরই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি (আইএমইআই) নম্বর নেই। যে নম্বর ব্যবহার হচ্ছে, সেগুলো মূলত চোরাই মোবাইল কারিগরদের দেওয়া।

এর মধ্যে আবার একাধিক মোবাইলে একই আইএমইআই নম্বর। নগরীর রিয়াজুদ্দিন বাজারের একটি দোকান থেকে জব্দ করা হয়েছে এসব মোবাইল এবং আইএমইআই নম্বর পরিবর্তনের যন্ত্রপাতি। আর এর সঙ্গে জড়িত তিন কারিগরকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর জানান, যখনই কোনো মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন হয়ে যায়, তখন আর সেটি শনাক্ত করা যায় না। সাম্প্রতিক সময়ে বেশ কটি অপরাধের ঘটনায় এ ধরনের মোবাইল ব্যবহারের তথ্য আসে পুলিশের হাতে। সন্ত্রাসী গ্রুপগুলোই বেশি দামে এসব মোবাইল কিনত বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক ব্যক্তিরা।

অভিযোগ রয়েছে, নগরীর মোবাইল চোর চক্রটি পুরোপরি রিয়াজুদ্দিন বাজারকেন্দ্রিক। বারবার অভিযোগ পাওয়া সত্ত্বেও প্রভাবশালী সিন্ডিকেটের কারণে পুলিশ তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারে না। তবে তিনজনকে আটকের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন