হোম অর্থ ও বাণিজ্য এক মাস বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

এক মাস বাড়লো আয়কর রিটার্ন জমার সময়

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমাদানের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) জারি করা বিশেষ আদেশে জানানো হয়েছে, রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বরের পরিবর্তে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, তিনি যেন বিষয়টি সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ লিখিতভাবে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন—এ মর্মে আরেকটি আদেশও জারি করেছে এনবিআর।

এনবিআর বলছে, এ বছর ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫-২৬ কর বছরে বেশ কয়েক শ্রেণির করদাতার অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও তারা ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

করদাতার অনুমোদিত প্রতিনিধিও এ বছর তার পক্ষে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। পাশাপাশি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও, তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd
ঠিকানায় পাঠিয়ে আবেদন করলে এনবিআর আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাচ্ছে। এর ফলে বিদেশে থাকা করদাতারাও সহজে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারছেন।

কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড না করে করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে সহজে ঝামেলাহীনভাবে ঘরে বসেই অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে আয়তর পরিশোধ করা যাবে। ই-রিটার্ন দাখিল করে তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্লিপ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট করা যাবে।

এ বছর এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন