অনলাইন ডেস্ক :
মাদারীপুরে রাজিব সরদার (২৫) হত্যা মামলায় ১১ বছর পর রায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
এ ঘটনার তিন দিন পর নিহত রাজিবের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আসাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন তদন্ত করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ নয় জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে বিচারিক আদালত যুক্তিতর্ক ও সাক্ষী-প্রমাণের ভিত্তিতে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান।