নিজস্ব প্রতিবেদন:
একটি মামলায় জামিন পাওয়ার পর ৬ ঘন্টাও অতিবাহিত হয়নি। তার আগেই সাতক্ষীরা জেলা কারাগারের সামনে থেকে অন্য একটি মামলায় আবারো আটক করা হয় সাতক্ষীরার সদর উপজেলার ৭ নং আলীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে। বুধবার (২১ জুন) তাকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ(৬৮) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

প্রসঙ্গত, গত ৬ মে (শনিবার) রাতে তাকে আলীপুর চেকপোস্টস্থ সোনালী ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় দেড় মাস জেল খাটার পর আজ বুধবার (২১ জুন) সাতক্ষীরার বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। কিন্তু সাতক্ষীরা জেলা কারাগারের সামনে থেকে অন্য একটি মামলায় তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ি পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেয়ার অভিযোগে রোববার (১৮ জুন) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়। তার নামে সাতক্ষীরা সদর থানায় একধিক মামলা রয়েছে বলে জানা যায়।
