হোম খেলাধুলা এক বছর পর স্টোকসের সেই ভবিষদ্বাণী সত্যি হল

খেলাধূলা ডেস্ক :

‘পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল?’। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ঠিক এটি লিখেই একটি টুইট করেছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার সেই ভবিষদ্বাণী অবশ্য সেবার সত্যি হয়নি। কিন্তু এবার ঠিকই ফাইনাল হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ও পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাদ পড়ে। গত বছরের বাদ পড়া দুই দলই এবার খেলছে ফাইনালে। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। শিরোপাটা শেষ পর্যন্ত শোকেসে তুলবে কোন দল?

অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে পাকিস্তান। ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে উঠার পর কিউইদের হারিয়ে ফাইনালে পা রাখে তারা। ৪ উইকেটে নিউজিল্যান্ডের ১৫২ রানের জবাবে ৫ বল হাতে রেখে জয় পায় বাবর আজম বাহিনী। পাকিস্তান জিতে ৭ উইকেটে বড় ব্যবধানে।

দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। ভারতের দেয়া ১৬৯ রান তাড়া করতে নেমে আলেক্স হেলস ও জস বাটলার মিলেই ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত হেলস ৪৭ বলে ৮৬ ও বাটলার ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন। এর মধ্যে হেলসের ইনিংসে ছিল ৭টি ছয় ও ৪টি চারের মার। বাটলারের ইনিংসে ছিল ৩টি ছয় ও ৯টি চারের মার।

এবারের আসরে শিরোপা যে দল জিতবে, তারা পাবে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। এছাড়া রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন