বাণিজ্য ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুরে অভিযান চালিয়ে ৬ পেঁয়াজ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পরই ১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজের দাম নেমে আসে ১২০ টাকায়।
রোববার (১০ ডিসেম্বর) রাত ৮টায় কলাপাড়া পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রাঙ্গাবালী সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবং মহিপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা এলে ক্রেতাদের হিড়িক পড়ে। মুহূতেই বিক্রি হয়ে যায় সব পেঁয়াজ।
পেঁয়াজ কিনতে কলাপাড়া বাজারে আসা সুজন মিয়া জানান, ‘বাড়ির দিকে যাচ্ছিলাম। এ সময় শুনলাম বাজারে অভিযান চলছে এবং ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পরে লাইনে দাঁড়িয়ে দুই কেজি পেঁয়াজ কিনেছি। কারণ, সকালে এক কেজি পেঁয়াজ কিনেছি ১৮০ টাকা দিয়ে। তার মধ্যে আবার বেশ কিছু নষ্ট ছিল।’
অপর ক্রেতা মানিক বলেন, ‘এক ঘণ্টা আগেও এক কেজি পেঁয়াজ কিনেছি ১৮০ টাকা দরে। পরে ইউএনও বাজারে আসায় সবাই দেখি লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছে। তাই আমি গিয়ে আরও ১ কেজি কিনলাম। বাজারে এভাবে অভিযান পরিচালনা করলে আমরা নির্ধারিত মূল্যে কিনতে পারব সব পণ্য।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পেঁয়াজের বাজারে দাম ঠিক রাখার জন্য অভিযান চালানো হয়েছে। অতিরিক্ত দামে যারা বিক্রি করেছে তাদের জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’