রাজনীতি ডেস্ক:
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি ভুল করবে, আর এ ভুলের খেসারত তাদের দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে তাদের এ ভুলের জন্য বহুদিন খেসারত দিতে হবে।
তিনি বলেন, উপজেলা নির্বাচন সবার জন্য আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। যেখানে জাতীয় নির্বাচনে নৌকা মার্কা ছিল। আবার যারা স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে চেয়েছেন তাদেরকেও করতে দেয়া হয়েছে। এখানে সম্পূর্ণ উন্মুক্ত স্থানীয় সরকার নির্বাচন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার ডাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন। উপজেলা নির্বাচনে এর চেয়েও বেশি উপস্থিত হবে।