রাজনীতি ডেস্ক:
উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানত ১০ গুণ বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে যারা উপজেলা নির্বাচনে অংগ্রহণের ইচ্ছাপোষণ করছে, এমন সৎ মানুষগুলো যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে কারণে নির্বাচন কমিশন জামানত ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা বৃদ্ধির যে প্রস্তাব করেছে তা অস্বাভাবিক ও বাস্তবতা বিবর্জিত।
তিনি বলেন, নির্বাচন কমিশন সৎ ও যোগ্য মানুষদের বিভিন্নভাবে নির্বাচন থেকে দূরে রেখে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও সমাজের অপরাধীদের ইলেকশনের নামে সিলেকশন করার মিশন নিয়ে কাজ করছে।
মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনে কালোটাকার ছড়াছড়ি ও পেশিশক্তির ব্যবহার অতীতে বন্ধ করতে পারেনি। যেসব নির্বাচনে আলোচিত অভিযোগ কমিশনের কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়ে পত্র চালাচালি হয়েছে এমন ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকরী কোনো শাস্তিমূলক ব্যাবস্থা দেশবাসী দেখতে পায়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন এসব বিষয়ে দৃষ্টিপাত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা না করে অপ্রয়োজনীয় জামানত বৃদ্ধির বিষয় সামনে এনে নিজেদের কাজ দেখানোর চেষ্টা হাস্যকর ও অযোক্তিক।