হোম অন্যান্যসারাদেশ উন্নয়নের পাশাপাশি সমাজে বৈষম্য ও দারিদ্র্য দূর করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজের প্রত্যেক ব্যক্তিকে সামাজিক অগ্রগতির মাধ্যমে তাদের পূর্ণ সম্ভাবনায় বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে হবে। জীবন মানের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমাজে বৈষম্য ও দারিদ্র্য দূর করতে হবে।

আজ মঙ্গলবার (৯ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে বিশ্বব্যাংক এবং ব্র‍াক ইউনিভার্সিটি অব গভর্নমেন্ট অ্যান্ড ডেভলপমেন্টের (বিআইজিডি) যৌথ আয়োজনে এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

‘সোশ্যাল প্রোগ্রেস ইন সাউথ এশিয়া’ শীর্ষক ১১তম সাউথ এশিয়া অর্থনৈতিক পলিসি নেটওয়ার্ক কনফারেন্সে স্পিকার বলেন, ‘বৈষম্য নিরসনে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেশের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হবে।’

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে কাঙ্ক্ষিত সামাজিক অগ্রগতির প্রয়োজন রয়েছে। সেজন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অত্যন্ত জরুরি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকরণে প্রতিটি সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ‘

এই কনফারেন্সে  ব্র‍্যাক ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক ইমরান মতিন স্বাগত বক্তব্য দেন। এতে সূচনা বক্তব্য দেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সায়েক।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সমাজের প্রত্যেক ব্যক্তিকে সামাজিক অগ্রগতির মাধ্যমে তাদের পূর্ণ সম্ভাবনায় বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে হবে। জীবন মানের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বৈষম্য ও দারিদ্র্য দূর করতে হবে।’ তিনি বলেন, ‘বৈষম্য নিরসনে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেশের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন