রাজনীতি ডেস্ক:
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বরিশাল-৪ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কর্মী নিহতের পর উত্তপ্ত হয়ে উঠেছে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার রাজনীতি।
এরইমধ্যে দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। হামলা পাল্টা হামলাও হচ্ছে প্রতিনিয়ত। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দাবি, নির্বাচন বানচাল করতে হাজার হাজার দেশীয় অস্ত্র তৈরি করাচ্ছেন নৌকার প্রার্থী।
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাম্মী আহম্মেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর এভাবেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ছোটেন পঙ্কজ নাথের অনুসারীরা। রক্তাক্ত অবস্থায় ১৯ জন ভর্তি হন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
২৯ ডিসেম্বরের সেই সংঘর্ষের ঘটনায় সিরাজ সিকদার নামে এক কৃষক লীগ নেতা নিহত হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। উত্তপ্ত হয়ে ওঠে বরিশাল ৪ আসন। যদিও উভয় পক্ষের দাবি নিহত সিরাজ তাদের অনুসারী।
পঙ্কজ দেবনাথের অনুসারীরা বলছেন, শাম্মী আহম্মেদ নৌকার মনোনয়ন পাওয়ার পরপরই চাঁদাবাজি থেকে শুরু করে তার লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায়। ৩০ বছর কোনো জনসম্পৃক্ততা ছিলে না শাম্মীর, তাকে জনগণ প্রত্যাখ্যান করায় পাগলামি করছে। নির্বাচন বানচাল করতে হাজার হাজার দেশীয় অস্ত্র তৈরি করাচ্ছেন শাম্মী। যাদের হাতে নাতে ধরাও হয়েছে।
এদিকে পঙ্কজ নাথ জানান, দলীয় প্রধানের জনসভায় হামলার ধৃষ্টতা দেখিয়েছেন শাম্মী। এর শাস্তি বঙ্গবন্ধু কন্যা দেবেন বলেও দাবি তার।
আর শাম্মী আহম্মেদের দাবি, পঙ্কজ নাথের কারণে হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষ আতংকিত। এ বিষয়ে এখনই কোনো কিছু মন্তব্য করতে চান না তিনি। ২ তারিখ হাইকোর্ট যদি তার প্রার্থিতা ফিরিয়ে দেন। পরে এ বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার প্রার্থিতা বাতিল হয়েছে। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। ওই আসনে জাতীয় পার্টি ও সাংস্কৃতিক মুক্তিজোটের দুজন প্রার্থী রয়েছে।