স্পোর্টস ডেস্ক:
ব্যাটিংয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা বিরাট কোহলি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বল হাতেও চমক দেখিয়েছেন এই ক্রিকেটার। বোলিং করতে এসে নেদারল্যান্ডসের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার স্কট অ্যাডওয়ার্ডসকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। গ্যালারিতে বসে কোহলির এই উইকেট উদযাপন করেছেন তার স্ত্রী আনুশকা শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির বোলিংয়ের বিষয়টি নতুন কিছু নয়। ওয়ানডে ক্যারিয়ারে বল হাতে কয়েকটি উইকেটও আছে তার। তবে দীর্ঘদিন ধরেই বল হাতে আর দেখা যায় না কোহলিকে। অনেকদিন পর এবারের বিশ্বকাপে তাকে বোলিংয়ে এনেছেন অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের বিপক্ষে ১ ওভার বোলিং করেছিলেন কোহলি। বল হাতে প্রতিভা দেখানোর সুযোগটা আবার এলো নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে। তবে এদিন সাফল্যও তুলে নিয়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নেদারল্যান্ডস অধিনায়ককে আউট করেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে ৯ বছর পর উইকেট পেয়েছেন কোহলি। তাই উদযাপনটাও ছিল বিশেষ। গ্যালারি থেকে সেই উদযাপনে যোগ দিয়েছেন কোহলির স্ত্রী এবং বলিউড তারকা আনুশকা শর্মা। এসময় করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির পঞ্চম উইকেট। নেদারল্যান্ডস ছাড়া নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে উইকেট আছে তার। সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে।