জাতীয় ডেস্ক:
ঈদের দিনও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বৃষ্টি বাদলা উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়িমুখী যাত্রীরা ভিড় করছেন বাস স্ট্যান্ডগুলোতে। তবে অন্যান্য ঈদের তুলনায় ঈদের দিন যাত্রী চাপ কিছুটা কম বলছেন বাস মালিকপক্ষ।
ঈদের দিনে যখন সবাই কোরবানি নিয়ে ব্যস্ত ঠিক সে সময়েই রাজধানী ছেড়ে ঘরে ফিরতে বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন বাড়িমুখী মানুষ। এদের কেউবা নিরপত্তাকর্মী কেউবা বেসরকারি অফিসের কর্মচারী।
তবে গাবতলীর বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে বেশিরভাগ কাউন্টারই অনেকটা খালি। এর কারণ হিসেবে দিনভর বৃষ্টি আর বৈরি আবহাওয়াকে দুষছেন মালিকপক্ষ। বৃষ্টি কমলে বিকেলের দিকে যাত্রীচাপ কিছুটা বাড়বে বলে আশা করছেন তারা।
এরমধ্যে কিছু মানুষ জ্যাম এবং আনুষাঙ্গিক ঝামেলা এড়াতে ঈদের দিন চলে এসেছেন বাসস্ট্যাণ্ডে। ঘরে ফেরার আকুতি নিয়ে টিকেট কেটে অপেক্ষা করছেন বাসের। অপেক্ষা করছেন কখন ঘরে ফিরে প্রিয়জনদের সঙ্গে দেখা হবে।
এদের মধ্যে কেউ কেউ অভিযোগ করলেন ঈদের দিনে বেশি ভাড়া দাবি করছে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ।
তবে ঈদের দিনে সড়কে ভিড় নেই। সহজেই ও দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছা যাচ্ছে বলে জানিয়েছেন পরিবহনের বাস ও শ্রমিকরা। ঈদের আগের দিনে বৃষ্টি ও বাড়ি ফেরা মানুষের চাপের কারণে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।