জাতীয় ডেস্ক:
মেহেরপুরে গাংনীতে পরিবারের জন্য ঈদের কেনাকাটা শেষে বাড়ির ফেরার পথে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আইয়ুব আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) বেলা ১টার দিকে গাংনী পৌর এলাকার পূর্ব মালশাদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের বাসিন্দা।
নিহত আইয়ুব আলীর ছেলে তোহিদুল ইসলাম জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে বাবা-ছেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগতির মাটিবহনকারী ট্রলি তাদের ধাক্কা দিলে বাবা (আইয়ুব আলী) রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মাটিবহনকারী গাড়িকে আটকের চেষ্টা চলছে।
