জাতীয় ডেস্ক:
ঈদের সময় সারা দেশে বিদ্যুৎ সংকট মোকাবিলায় কন্ট্রোল রুম খুলে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রোববার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের উপসচিব (সমন্বয়-২) এস এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সঞ্চালন ও বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং হটলাইন নম্বর সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে।