খেলাধূলা ডেস্ক:
ইতালিয়ান ফুটবলে নিষিদ্ধ করা হয়েছে ৮৮ নম্বর জার্সি। দেশটির ফুটবলের কোনো পর্যায়েই (জাতীয় দল, ক্লাব বা বয়সভিত্তিক) আর ৮৮ নম্বর জার্সি পরে কেউ মাঠে নামতে পারবে না। ইহুদি-বিদ্বেষ নিতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৭ জুন) ইতালিয়ান সরকারের প্রতিনিধি ও ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।
৮৮ সংখ্যাটি নাৎসি স্লোগানের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি ‘হেইল হিটলার’ স্লোগানের সাংকেতিক রূপ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইংরেজি বর্ণমালার অষ্টম বর্ণ এইচ। ৮৮ দিয়ে তাই ‘এইচএইচ’ বোঝানো হয়। যা ‘হেইল হিটলার’ স্লোগানের সংক্ষিপ্ত রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিও-নাৎসিরা এই ৮৮ সংখ্যাটিকে কোড হিসেবে ব্যবহার করছে।
গত মার্চে এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে লাৎসিও-রোমা ডার্বিতে এক জার্মান সমর্থক জার্সিতে ‘হিটলারসন’ এবং ৮৮ নম্বর সংখ্যাটি লিখে এনেছিলেন। এরপর লাৎসিওর ম্যাচ দেখা থেকে তাকে আরও দুজনের সঙ্গে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। সে ম্যাচে লাৎসিওর গ্যালারি থেকে প্রচুর পরিমাণে ইহুদিবিদ্বেষী মন্তব্য শোনা গিয়েছিল এবং সে জন্য ক্লাবটিকে শাস্তি হিসেবে সমর্থকদের এক ম্যাচে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ইতালিয়ান সরকার ও এফআইজিসির মধ্যকার এই চুক্তিতে রাখা হয়েছে ম্যাচ সাসপেন্ডের সুযোগ। ম্যাচে ‘ইহুদিবিদ্বেষী স্লোগান কিংবা এ সম্পর্কিত কার্যক্রম’ দেখা গেলে ম্যাচ সাসপেন্ড করা যাবে এবং সেটা কীভাবে করতে হবে সেসব বিষয়েও নীতিমালা তৈরি করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতেদোসি বলেন, ‘আমাদের স্টেডিয়ামগুলোয় এখনো এই অসহ্য কুসংস্কার দেখা যায় এবং তার বিরুদ্ধে এটা হবে কার্যকর পদক্ষেপ।’
ইতালির ইহুদি কমিউনিটি এর আগে সরকারের কাছে স্টেডিয়ামে ইহুদিবিরোধী স্লোগান ও কার্যক্রম রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিল। লাৎসিও-রোমার সেই ম্যাচের পর রোমের ইহুদি কমিউনিটির সভাপতি রুথ দিউরেল্লো টুইট করেছিলেন, ‘সবাই এটা (ইহুদি-বিদ্বেষ) এড়িয়ে যাচ্ছে, তা কী করে সম্ভব?’’
সেই ম্যাচের দুই সপ্তাহ আগে লাৎসিওর প্রায় ১০০ সমর্থক ভিডিওতে গর্বভরে জানিয়েছিল, তারা বর্ণবাদী। শুধু তাই নয়, ‘রোমার সমর্থকদের বাবারা নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে’ বড় হয়েছেন বলেও অপমান করেন তারা।
ইতালির ফুটবলে বর্ণবাদ অনেক পুরনো সমস্যা। দেশটিতে দিনে দিনে বাড়ছে নব্যনাৎসিবাদ। লাৎসিওতে সবশেষ ৮৮ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন ক্রোয়াট মিডফিল্ডার টমা বাসিক। যে কারণে তাকে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল। এছাড়া ক্যারিয়ারের শুরুতে পার্মার ৮৮ নম্বর জার্সি বেছে নেওয়ায় সমালোচিত হয়েছিলেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইগি বুফন।