হোম অর্থ ও বাণিজ্য ইস্পাত, জাহাজ ও সিমেন্ট শিল্পে সমূহ সম্ভাবনা বাংলাদেশের: শিল্পমন্ত্রী

ইস্পাত, জাহাজ ও সিমেন্ট শিল্পে সমূহ সম্ভাবনা বাংলাদেশের: শিল্পমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেশীয় শিল্পের বিকাশ ও উন্নয়নে সরকার সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন।

মঙ্গলবার (১৪ মে) আন্তর্জাতিক ট্রেড সামিট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইস্পাত, জাহাজ ও সিমেন্ট শিল্পে বাংলাদেশের সমূহ সম্ভাবনা আছে। এ শিল্পকে কাজে লাগিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে।

মন্ত্রীর দাবি, দক্ষিণ এশিয়ায় জিডিপির দিক থেকে বাংলাদেশ অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ খাত আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ জানান তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে নূরুল মজিদ আরও বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি মিলে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন। দুই দেশ একসঙ্গে কাজ করলে উভয়েই লাভবান হবে।

এবারের সামিটে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান ও বাংলাদেশসহ প্রায় ২৫ দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সামিটে দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পিএইচপি ফ্যামিলি, বিএসআরএম, রহিম স্টিল, আবুল খায়ের গ্রুপ, কেডিএস গ্রুপ, সালাম স্টিল, জেডএসআরএম, সিএসআরএম।

বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে দক্ষিণ কোরিয়ার পসকো, জাপানের সুমিতুমু, জার্মানির হেনকেল, ব্যুমার ও ইলোক্ট্রোথামের মতো নামকরা প্রতিষ্ঠানগুলোও অংশ নিয়েছে।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সামিট আয়োজনে সহযোগিতা করেছে ভারতীয় প্রতিষ্ঠান বিগমেন্ট। সম্মেলন আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল বাংলাদেশি প্রতিষ্ঠান আহমেদ এন্টারপ্রাইজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন