নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৫২ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে ১৭ দিনে বদলি কর্মকর্তার সংখ্যা দাঁড়ালো ১৭৪ জন। এই কর্মকর্তাদের মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত ৫২ কর্মকর্তার বদলি সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করেন।
বদলির আদেশে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় পরদিন থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এর আগে, ২৭ জুলাই ৭১ জন এবং ১৫ জুলাই ৫১ জন কর্মকর্তাকে বদলির আদেশ জারি করে ইসি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এই রদবদল করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের যে কর্মকর্তারা একই উপজেলায় দায়িত্ব পালন করছিলেন, তাদেরই প্রথমে বদলি করা হচ্ছে। যাতে আগামী নির্বাচনে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন। তবে কেবল মাঠপর্যায়ের পদগুলো নয়, আঞ্চলিক, জেলা, অতিরিক্ত জেলা এবং ইসি সচিবালয়ের সব পর্যায়ের উচ্চ পদগুলোতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে ইসির।