জাতীয় ডেস্ক:
আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ফেনীর শর্শদি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানে আলমের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেনী-২ আসনের শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় নৌকার সমর্থনে পথসভায় নারীদের টাকা ও খাবারের প্যাকেট বিতরণ করার অপরাধে শুক্রবার (০৫ জানুয়ারি) ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বাদী হয়ে এই মামলা করেন।
জানে আলম ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি।
মামলার এজাহারে জানা যায়, জানে আলম গত ২৫ ডিসেম্বর নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর গণসংযোগ শেষে চলে যাওয়ার পর জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে নগদ টাকা ও অন্যান্য লোকজনের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন।
ফেনী মডেল থানার মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।