রাজনীতি ডেস্ক:
রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনে যশোরে দু’জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। এরা হলেন যশোর-২ আসনের প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ও যশোর-৩ সদর আসনের প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ।
এছাড়া যশোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামান, যশোর-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মহিদুল ইসলাম ও যশোর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামানের আপিল মঞ্জুর করা হয়েছে। তবে যশোর-৫ আসনে জাকের পার্টির প্রার্থী হাবিবুর রহমানের এবং যশোর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলামের আপিল নামঞ্জুর করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিসেম্বর রোববার ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থীতা ফিরে পাওয়ার পর এসএম হাবিবুর রহমান জানান, ১ শতাংশ ভোটারের মধ্যে দু’এক জনের স্বাক্ষর ঠিক হয়নি বলে আমার প্রার্থীতা বাতিল করা হয়। পরবর্তীতে কমিশনের আপিল বিভাগে আমি আপিল করি। সেখানে নোটারি পাবলিকের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটার তাদের স্বাক্ষর সঠিক বলে লিখিত দেন। আমি আপিল বিভাগে ভোটারের লিখিত কাগজপত্র জমা প্রদান করি। এরই প্রেক্ষিতে আপিল বিভাগ সন্তষ্ট হয়ে শুনানী শেষে আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন।
এদিকে, যশোর-৩ আসনের প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, মনোনয়নপত্রে তার যে সামান্য ক্রটি ছিল, সেটা আপিল করা পর কমিশন বুঝতে পেরে সমাধান সাপেক্ষে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন।