রাজনীতি ডেস্ক:
তফসিল ঘোষণার পর কমিশনকে কীভাবে নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে জানিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবেই অংশ নেবে।
শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। এতে জানিয়েছি, আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ দুইভাবেই নির্বাচনে অংশ নেবে। কোনো আসনে জোটবদ্ধ, আর কোনো আসনে এককভাবে দলীয় প্রার্থী দেয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।’
বিপ্লব বড়ুয়া জানান, প্রথমদিনে গোপালগঞ্জ-৩ আসনে দলীয় সভাপতি শেখ হাসিনা ও নোয়াখালী-৫ আসনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফরম তোলা হয়েছে।
এদিকে দলীয় কার্যালয়ের পাশাপাশি অনলাইনেও এবার মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ।
এরআগে, সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই প্রথম ফরমটি সংগ্রহ করেন। তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরমটি কেনেন।