ইবি প্রতিনিধি:
অনির্দিষ্টকালের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণায় পর শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরি) সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলের ছাত্রদের আজ দুপুর ১ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হঠাৎ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের আবাসিক কয়েকজন শিক্ষার্থী বলেন, মাত্র দেড় ঘন্টা আগে আমাদের হল ছাড়তে বলা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বের হবো কীভাবে? প্রশাসন চাইলে একটু সময় বাড়িয়ে দিতে পারতো। এখন আমাদের রাস্তায় দাড়িয়ে থাকতে হবে। আর আমাদের যাদের বাসা দূরে তারা টিকেটও পাবো না। কি-যে বাজে অবস্থা!
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সকল হলে চিঠি পাঠিয়েছি।
উল্লেখ্য, গতকাল রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সেই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।