আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেন্নে গান্টজের বাসার এক কর্মীর বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দখলদার দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, ইরান-সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে গোয়েন্দাগিরির প্রস্তাব দিয়েছিলেন ওই ব্যক্তি।
এক বিবৃতিতে সিন বেত নিরাপত্তা সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি সামাজিকমাধ্যমে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন থেকে তোলা একটি ছবিও তিনি তাকে সরবরাহ করেছেন।
বেন্নের গান্টজের বাড়িতে তার প্রবেশের সুযোগ থাকার প্রমাণ হিসেবে তিনি এই ছবি দেন। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। এটিকে সামরিক সীমালঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের বিরোধী দেশগুলোকেও সমর্থন দিচ্ছে দখলদার দেশ ইসরায়েল।
সিন বেত বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি প্রতিরক্ষামন্ত্রীর গৃহস্থালির কাজ করতেন। মন্ত্রীর বাসভবনের পরিচ্ছন্নতার দায়িত্ব ছিল তার হাতে। আদালতে তাকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়েছে।
তদন্তের পর চলতি মাসের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সহায়তা করতে দেশটির পাবলিক ডিফেন্ডার অফিস থেকে গ্যাল উলফ নামের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
ওই আইনজীবী বলেন, অর্থনৈতিক সংকট থেকে তিনি এমন কাজ করেছেন, কোনোভাবেই জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে চাননি। কোনো ধরনের গুপ্তচরবৃত্তি না করেই অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল তার।
গ্যাল উলফ বলেন, একজন ব্যক্তি গর্ব করে পণ্য সরবরাহের কথা বলতেই পারেন। কিন্তু বাস্তবতার সঙ্গে তার মিল আছে কি না, তাও দেখতে হবে।
তবে সিন বেত বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি নিরাপত্তার জন্য বিপজ্জনক।