আন্তর্জাতিক ডেস্ক:
গাজার শুজাইয়াতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাই প্রাণ বাঁচাতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় ৬০ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে। শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইতোমধ্যে, সাধারণ জনগণকে অবিলম্বে শুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীকে পাল্টা আক্রমণ করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। আল জাজিরার তথ্য অনুযায়ী, কমপক্ষে ২৪টি আক্রমণ করেছে যোদ্ধারা।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ২শ’ জন নিহত হন। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল।