আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় হামলার জবাবে ইসরাইলের তিন শহরে পাল্টা বোমা হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড।
বুধবার (৮ নভেম্বর) ইসরাইলের গুশদান, দেরত এবং মেফালসিম শহরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-কুদস ব্রিগেড। খবর আল জাজিরার।
এদিকে, একইদিনে অবরুদ্ধ গাজা উপত্যকার বেইত লাহিয়া শহরের উত্তর-পশ্চিমে একটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করার কথা জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।
তবে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এই হামলা সম্পর্কে কোনও মন্তব্য করেনি।
এর আগে, ইসরাইলে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে দাবি তাদের।
হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী… দখলকৃত অঞ্চলে ইসরাইলি শত্রুদের বিভিন্ন সংবেদনশীল লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘণ্টায় ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরাইলি ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যকলাপ কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরাইলের নৃশংস আগ্রাসন বন্ধ না হচ্ছে, হুতি বাহিনী ফিলিস্তিনি জনগণের সমর্থনে আরও বড় পরিসরে সামরিক অভিযান চালিয়ে যাবে…।
এর আগেও গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে সম্প্রতি ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, তাদের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্রদের।