হোম আন্তর্জাতিক ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তেহরানের কাছে এখনো প্রায় সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) ফিনান্সিয়াল টাইমসকে এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

গ্রোসি বলেন, ‘ক্ষতি ব্যাপক ছিল, কিন্তু আমাদের মূল্যায়ন হলো – বেশিরভাগ, যদি (মজুদ থাকা) সমস্ত ইউরেনিয়াম ৬০% সমৃদ্ধ নাও হয় – তবে ২০, পাঁচ এবং দুই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে।’

তিনি আরও বলেন, ‘উপাদানটি এখনো আছে। যদিও আমরা (এর) কোনো চূড়ান্ত পরিণতি নির্ধারণ করছি না, তবে এটা স্পষ্ট যে, সমৃদ্ধ উপাদানের অস্তিত্ব, বিশেষ করে এত উচ্চ-স্তরের সমৃদ্ধকরণ এবং অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি… এটি উদ্বেগের কারণ।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, তাদের দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন।

১৩ জুন রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময় পর তেহরান প্রতিশোধ নেয়। এরপর টানা ৯ দিন ইসরায়েলি আক্রমণের জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। নোয় দিন পর ২২ জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান দিয়ে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা করে।

পরের দিন সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের মতে, এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন